এই প্রথম প্রেসিডেন্সিতে টিএমসিপির পূর্ণাঙ্গ ইউনিট

ডিন অব স্টুডেন্টসের কাছে ১০ দফা দাবিপত্র পেশ করা হয় শুভম গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ‘অকুপাই সিইউ’ নামে ছাত্রমঞ্চটি।

February 16, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সভাপতি হলেন শুভম গঙ্গোপাধ্যায়। সংগঠনের সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং বিশ্ববিদ্যালয়ের গবেষক সন্দীপন মিত্রর তত্ত্বাবধানে মঙ্গলবার এই ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক হয়েছেন রাহুল চক্রবর্তী। সংগঠনের ইতিহাসে এদিনই প্রথম প্রেসিডেন্সিতে পূর্ণাঙ্গ ইউনিট ঘোষণা করল টিএমসিপি। ‘আমি শুনলাম প্রেসিডেন্সি’ নামে একটি গানও এদিন প্রকাশ করা হয়। তবে, ক্যাম্পাসে ঝান্ডা এবং পোস্টার লাগানো নিয়ে এসএফআইয়ের সঙ্গে বিরোধ বাঁধে টিএমসিপি সমর্থকদের। টিএমসিপির দাবি, এতে রাজন্যা হালদার নামে এক ছাত্রী জখম হয়েছেন। ডিন অব স্টুডেন্টসের কাছে ১০ দফা দাবিপত্র পেশ করা হয় শুভম গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ‘অকুপাই সিইউ’ নামে ছাত্রমঞ্চটি। স্নাতকোত্তরে সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তির সুযোগ দেওয়া, স্বচ্ছভাবে ভর্তি প্রক্রিয়া চালানো, প্রভৃতি দাবিতে এই আন্দোলন চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen