টোকিও অলিম্পিক্স – কুস্তির সেমিফাইনালে ভারতের দীপক-রবি

কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে ১৪ (এসইউপি)-৪ পয়েন্টে জয় হাসিল করেছেন রবি।

August 4, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

বুধবার টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) কুস্তি বিভাগে মিশ্র পারফরম্যান্সের মুখ দেখল ভারত। পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের দীপক পুনিয়া (Deepak Punia)। কোয়ার্টার ফাইনালে চিনের লিন জুসেনকে ৬-৩ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন দীপক। অন্যদিকে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের রবি কুমার দাহিয়া (Ravi Kumar)।

কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে ১৪ (এসইউপি)-৪ পয়েন্টে জয় হাসিল করেছেন রবি। মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন ভারতের অংশু মালিক। যদিও টুর্নামেন্ট থেকে এখনও ছিটকে যাননি তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen