‘দেশু’ জ্বরে কাঁপছে টলিপাড়া, ছবির নাম ছাড়াই হাউসফুল টিকিট!

January 20, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩১:  টলিউডের এক সময়ের সবচেয়ে চর্চিত জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দীর্ঘ প্রায় এক যুগ পর ফের একসঙ্গে ধরা দিলেন। সোমবার দুপুরে দীর্ঘ ৩৭ মিনিটের একটি ফেসবুক লাইভে দুই প্রাক্তনের খুনসুটি আর পুরনো স্মৃতিরোমন্থন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝোড়ো হাওয়া বইয়ে দিয়েছে। বিচ্ছেদ ভুলে পেশাদারিত্বের যে অনন্য নজির তাঁরা গড়লেন, তার প্রভাব সরাসরি পড়েছে বক্স অফিসে।

আশ্চর্যের বিষয় হলো, সিনেমার নাম, গল্প বা ট্রেলার- কিছুই এখনও সামনে আসেনি। শুধুমাত্র ‘দেশু’ (Dev-Subhashree) জুটির ফেরার খবরেই আগামী ১৬ অক্টোবরের প্রথম শো-এর টিকিট প্রায় হাউসফুল হতে চলেছে। ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা একে দেবের ‘মাস্টারস্ট্রোক’ হিসেবেই দেখছেন।

লাইভ আড্ডায় দেব ও শুভশ্রী দুজনেই সাবলীলভাবে ধরা দেন। অতীতের মিষ্টি স্মৃতি থেকে শুরু করে বর্তমানের ব্যক্তিগত জীবন- সব নিয়েই খোলাখুলি কথা বলেন তাঁরা। নিজেদের বর্তমান সঙ্গী রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের প্রতি সংবেদনশীল হতেও অনুরাগীদের অনুরোধ জানিয়েছেন এই তারকা জুটি। তাঁরা স্পষ্ট জানান, অতীতকে পেছনে ফেলে এগোতে পেরেছেন বলেই আজ তাঁরা বন্ধুর মতো পাশে বসে কাজ করতে পারছেন।

প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘প্রাক্তন’ ছবির ম্যাজিক কি এবার দেব-শুভশ্রীর মাধ্যমে ফিরবে? ‘ধূমকেতু’ ছবির ব্যর্থতা ভুলে এই নতুন সিনেমা নিয়ে যথেষ্ট আশাবাদী দুজনেই। জানানো হয়েছে, এটি হতে চলেছে একটি ভরপুর রোমান্টিক অ্যাকশন থ্রিলার। ছবির নাম ও বিস্তারিত তথ্য আগামী পহেলা বৈশাখের লাইভে ঘোষণা করা হবে। আপাতত প্রিয় জুটির এই ‘অন স্ক্রিন’ পুর্নমিলন উপভোগ করতেই ব্যস্ত টলিউড ও তাঁদের ভক্তরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen