রবিবার দীর্ঘ সময় বন্ধ থাকবে টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম মেট্রো, চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা
শহিদ ক্ষুদিরাম স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে শনিবার (৩০ আগস্ট) রাত ১১টা থেকে রবিবার (৩১ আগস্ট) দুপুর ৩টে পর্যন্ত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৬: কলকাতার ব্লু লাইনের মেট্রো যাত্রীদের জন্য বড় ধাক্কা। আসন্ন রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শহিদ ক্ষুদিরাম স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে শনিবার (৩০ আগস্ট) রাত ১১টা থেকে রবিবার (৩১ আগস্ট) দুপুর ৩টে পর্যন্ত। তাই এই সময় ওই অংশে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে রবিবার বিকেল ৪টা থেকে স্বাভাবিক পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা রেখেছে। মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বোর্ডের পরীক্ষার জন্য ওইদিন সকালে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত একটি বিশেষ মেট্রো চালানো হবে। পাশাপাশি গ্রিন লাইনে ওইদিন সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টা থেকেই পরিষেবা শুরু হবে।
উল্লেখ্য, ইতিমধ্যেই নানা সমস্যায় জর্জরিত কলকাতা মেট্রো পরিষেবা। কখনও টানেলে জল জমে গিয়ে, কখনও যান্ত্রিক ত্রুটির কারণে বারবার থমকে যাচ্ছে গাড়ি। অনেক সময় নির্ধারিত সময়ে মেট্রো না মিলেও ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। কবি সুভাষ স্টেশন এখনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় শহিদ ক্ষুদিরাম পর্যন্তই মেট্রো পরিষেবা মিলছে। এহেন পরিস্থিতিতে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকার নয়া সিদ্ধান্তে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।