‘কেশরী চাপ্টার ২’ নিয়ে ক্ষোভ প্রকাশ টলিউডের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:০০: এই মুহূর্তে সিনেমার জগতে হৈচৈ পড়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবি ‘কেশরী চাপ্টার ২’, যা ঘিরে শুরু হয়েছে শুরু হয়েছে বিতর্ক। এপ্রিলে মুক্তি পাওয়া ছবিটি এখন ওটিটিতে (Hotstar) স্ট্রিমিং হচ্ছে।
এই ছবিতে বাঙালি বিপ্লবীদের অপমানের অভিযোগ উঠছে, আর তাই নিয়েই শুরু বিতর্ক। অভিযোগ, কেশরী চ্যাপ্টার ২ ছবিতে মুজফফরপুর ষড়যন্ত্র মামলার একটি দৃশ্যে বাংলার বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং বারীন্দ্রকুমার ঘোষকে যথাক্রমে ‘ক্ষুদিরাম সিং’ এবং অমৃতসরের ‘বীরেন্দ্র কুমার’ হিসাবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ইতিহাস বিকৃত করা তথা বাংলার অপমানের অভিযোগে ইতিমধ্যেই সরব হয়েছে শাসক দল।
এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলো টলিউড (Tollywood)। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ফেসবুকে কটাক্ষ করে লিখেছেন, “হিন্দি সিনেমা থেকে ইতিহাস শেখা উচিত নয়, কারণ ওরা যে কাউকে ‘বীর’ বানিয়ে দিতে পারে।”
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও (Srijit Mukherji) টুইট করে লেখেন, “ক্ষুদিরাম সিং? এরপর কি মোহনদাস করমচাঁদ মুখার্জি?”
ইতিমধ্যেই এই ইস্যুতে বিধাননগর (Bidhannagar) দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে। বাঙালি দর্শকদের একাংশ সমাজ মাধ্যমে এই বিষয়ে অভিযোগ করেছিলেন। অনেকেই দাবি করেছেন, অক্ষয় কুমারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অভিযোগের পর প্রযোজনা সংস্থা তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এবার মামলা দায়ের হওয়ায় ওটিটি-তে ছবির প্রদর্শনে বাধা আসে কি-না, সেদিকেই নজর থাকবে।