সিকিমে হাজার ফুট নীচে তিস্তা নদীতে পড়ে গেল পর্যটকবাহী গাড়ি, মৃত ১, নিখোঁজ ৯

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:৩০: নিয়ন্ত্রণ হারিয়ে হাজার ফুট নীচে তিস্তা নদীতে পড়ে গেল পর্যটকবাহী গাড়ি। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমের চুংথাং-মুন্সিথাংয়ের রাস্তায়। ঘটনায় ১ পর্যটকের মৃত্যু হলেও ৯ জন এখনও নিখোঁজ। উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে আইটিবিপি ও সিকিম পুলিশ।
বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাংয়ের দিকে যাচ্ছিল পর্যটকদের গাড়িটি। ছিলেন মোট ১১ জন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং ওড়িশার পর্যটকদের তিনটি দল ওই গাড়ি ভাড়া করেছিলেন। কিন্তু আবহাওয়া প্রতিকূল ছিল। রাতের রাস্তায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। ভারসাম্য হারিয়ে গাড়িটি খাদের দিকে এগিয়ে যায়। গড়িয়ে পড়ে হাজার ফুট নীচে।
মঙ্গনের পুলিশ সুপার সোনম ডিচু জানিয়েছেন, ভারতীয় সেনা, সিকিম পুলিশ, ইন্দোতিব্বত সীমান্ত পুলিশ উদ্ধারকাজে হাত লাগিয়েছে। সারা রাত ধরে তল্লাশি চলেছে। তবে আবহাওয়া অনুকূল নয়। বার বার বাধা পাচ্ছেন উদ্ধারকারীরা। এখনও পর্যন্ত দু’জন পর্যটককে উদ্ধার করা গিয়েছে। কিন্তু বাকিদের খোঁজ মেলেনি। আহতদের উদ্ধার করে গ্যাংটকের হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। কিন্তু তাঁদের অবস্থা সঙ্কটজনক বলেই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।