তিস্তায় র্যাফটিং চলাকালীন দুর্ঘটনা, বোট থেকে জলে ছিটকে পড়লেন পর্যটকেরা
হঠাৎই প্রবল জলস্রোতে বোট থেকে নদীতে ছিটকে পড়ে পর্যটকরা।
Authored By:

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: তিস্তায় র্যাফটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটল। বোট থেকে জলে ছিটকে পড়লেন পর্যটকেরা।
হঠাৎই প্রবল জলস্রোতে বোট থেকে নদীতে ছিটকে পড়ে পর্যটকরা। সিকিম-বাংলা সীমান্তের মল্লিতে ঘটনাটি ঘটেছে। শুক্রবার সকালে একদল পর্যটক র্যাফটিং করতে বোটে ওঠেন। হঠাৎই জলস্রোত বেড়ে যাওয়ায় বোট প্রবলভাবে দুলতে থাকে। বোট থেকে খরস্রোতা তিস্তায় ছিটকে পড়েন পর্যটকরা।
দুর্ঘটনায় কারও প্রাণহানি হয়নি। র্যাফটিং অপারেটরদের তৎপরতায় ও উদ্ধারকারী দল ও পুলিশের সাহায্যে সকলকেই উদ্ধার করা গিয়েছে। এই ঘটনার পর থেকে নদীতে নজরদারি বাড়ানো হয়েছে। যারা রাফটিংয়ে অংশ নেন তাদের সতর্ক করেছে পুলিশ। পাশাপাশি র্যাফটিং অপারেটরদের ও সতর্ক করা হয়েছে।