কমিশনের বিধি-নিষেধের গেরোয় আটকে বেচাকেনা, মাথায় হাত ব্যবসায়ীদের

বড়বাজার থেকে চীনা বাজার, কলকাতার সর্বত্র চিত্রটা মোটামুটি একই।

May 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি: ভোটের বাজারে মাথায় হাত ছাতা, টুপি, সানগ্লাস, গেঞ্জি এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দেওয়া শাড়ি ইত্যাদি ব্যবসায়ীদের। নির্বাচন কমিশনের কড়া নিষেধাজ্ঞা, নিয়মিত নজরদারিতে তলানিতে ঠেকেছে বেচাকেনা। বড়বাজার থেকে চীনা বাজার, কলকাতার সর্বত্র চিত্রটা মোটামুটি একই। ব্যবসায়ীদের দাবি, এবার নির্বাচনে কমিশন শাড়ি, গেঞ্জি ব্যান করে দিয়েছে। ফলে বিক্রি হচ্ছে না তাদের আক্ষেপ বাড়ছে।

এর আগের পঞ্চায়েত, বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ছাতা, টুপি, দলীয় প্রতীক আঁকা পোশাক ভালোই বিক্রি হয়েছিল। কিন্তু এ লোকসভা ভোটে মাছি মারছে ব্যবসায়ীরা। জানা গিয়েছে, গত নির্বাচনগুলির তুলনায় চলতি লোকসভা ভোটে বিক্রিবাটা হয়েছে মাত্র ১০ শতাংশ। ব্যবসায়ীদের বক্তব্য, ভোটের মরশুমে প্রচার মিছিলের সময় বিভিন্ন রাজনৈতিক দল ছাতা, গেঞ্জি ও শাড়ি বিলি করে। কিন্তু এবার সে সবে নিষেধাজ্ঞা। তাছাড়া গাছে, রেলিংয়ে পতাকা বা ব্যানার টাঙানোতেও রয়েছে বিধি-নিষেধ। তাই সম্ভবত বিক্রির এই খাল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen