পয়লা বৈশাখে ফিরছেন একেন বাবু, দার্জিলিঙের পর এবার রাজস্থানে থ্রি মাস্কেটিয়ার্স

‘রাজস্থানের বধূকে কী বলে জানেন তো? বালি-কা বধূ!’ বা উটের পিঠে উঠে ঝাঁকুনি খেতে খেতে হাসতে হাসতে উটকো ঝামেলার মানে কী? তাও বুঝিয়ে দিয়েছেন একেন।

March 15, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পয়লা বৈশাখে বাংলার নতুন বছরে বড়পর্দায় মুক্তি পাচ্ছে একেন বাবু। এবার রহস্য রাজস্থানে। রুদ্ধশ্বাস রাজস্থানের ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। একেন বাবু এখন বঙ্গ জীবনের অঙ্গ। সাত সাতটা সিজিনের পর বড় পর্দাতেও হিট একেন। দার্জিলিঙের পর এবার একেন বাবু রাজস্থানের মরুভূমিতে।

ট্রেলারেই কার্যত হিট রুদ্ধশ্বাস রাজস্থান। শব্দর পর শব্দ বসিয়ে কথার কারসাজি একেনের ইউএসপি। ট্রেলারে তার ঝলক দেখা গিয়েছে। ‘রাজস্থানের বধূকে কী বলে জানেন তো? বালি-কা বধূ!’ বা উটের পিঠে উঠে ঝাঁকুনি খেতে খেতে হাসতে হাসতে উটকো ঝামেলার মানে কী? তাও বুঝিয়ে দিয়েছেন একেন।

সিরিজ থেকেই একেনের জয়জয়কার শুরু। ‘দ্য একেন’ সুপার হিট হওয়ার পর দ্বিতীয় ছবি রুদ্ধশ্বাস রাজস্থানও যে দর্শকদের মন জয় করবে, সে বিষয়ে আশাবাদী প্রযোজক সংস্থা। ছবিতে অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন, রাজেশ শর্মা, রজতাভ দত্ত, সুহত্রো মুখোপাধ্যায়, আরজে সোমক ঘোষ প্রমুখ। পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়। এবারের রহস্যে রাজস্থানে বেড়াতে গিয়েছেন একেন। মূর্তিপাচারের চক্র ঘাঁটি গেড়েছে সেখানে। বাঙালির নস্টালজিয়াকে উস্কে দিতে সোনার কেল্লার ছোঁয়ায় রয়েছে ট্রেলারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen