সাতসকালে দাউদাউ করে জ্বলল ট্রেন, যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেসের কয়েকটি কামরায় আগুন লেগে যায় শনিবার সাতসকালে। দাউদাউ করে জ্বলতে থাকে কামরা। ৭টা ৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনে। তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। হুলস্থূল পড়ে যায় স্টেশন চত্বরে। দ্রুত পদক্ষেপ নেয় রেল। কোনও হতাহতের খবর নেই। তবে কী করে আগুন লাগল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সব দিক খতিয়ে দেখছে রেল। যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রেল সূত্রে জানা গিয়েছে, আজ, সকাল ৭টা ৩০ নাগাদ আগুন সিরহিন্দ স্টেশনে ট্রেনটি আগুন দেখতে পারেন যাত্রীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হুড়োহুড়ি পড়ে যায়। রেল কর্তৃপক্ষ সঙ্গে যাত্রীদের ট্রেন থেকে বার করে নিয়ে আসে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। কিছুক্ষণের পর আগুন নিভিয়ে ফেলা হয়। কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।