কেন্দ্রের উদাসীনতায় চলছে না ট্রেন, ২০০ কোটির ক্ষতি দিনহাটায়

স্বাভাবিকভাবে এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। একইভাবে রোগীদেরও চিকিৎসার জন্য নিউ কোচবিহারে গিয়ে শিলিগুড়ি, কলকাতাগামী ট্রেনে চাপতে হচ্ছে।

November 30, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

মার্চ মাসের শেষে লকডাউন শুরুর সময় থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ দিনহাটার উপর দিয়ে যাওয়া একাধিক প্যাসেঞ্জার ট্রেন (Passenger Train) পরিষেবা বন্ধ হয়ে আছে। ট্রেনগুলি পুনরায় চালুর দাবিতে সরব হয়েছেন দিনহাটাবাসী। স্থানীয় ব্যবসায়ী সংগঠনের দাবি, ট্রেন না চলায় লকডাউন পর্ব থেকে এখনও পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকা ব্যবসায় ক্ষতি হয়েছে। পুজোর সময়েও ব্যবসায়ীরা ঠিকমতো পোশাক নিয়ে আসতে পারেননি। রাজ্যের বিভিন্ন প্রান্তে লোকাল সহ দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু হলেও দিনহাটার বামনহাট থেকে ট্রেন পরিষেবা কেন চালু না করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ী। যদিও উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উপর মহল থেকে নির্দেশ এলেই ট্রেন পরিষেবা চালু করা হবে।

ব্যবসায়ীদের দাবি, আলিপুরদুয়ার জংশন থেকে কলকাতামুখী একাধিক ট্রেন পরিষেবা রয়েছে। ওইসব ট্রেন নিউ কোচবিহার স্টেশন ছুঁয়ে চলছে। কিন্তু দিনহাটার (Dinhata) উপর দিয়ে কোনও ট্রেন চালানো হচ্ছে না। ফলে কলকাতা যেতে এখানকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে সড়কেপথে প্রায় ৩০ কিমি দূরে নিউ কোচবিহারে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, লকডাউনের (Lockdown)জেরে গত আটমাসে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর ফলে ব্যবসায়ীদের অনেকই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অন্যান্য জায়গায় বেশ কিছু ট্রেন চালু হয়েছে। সেই ট্রেনগুলিতে বিভিন্ন পণ্য পরিবহণ হচ্ছে। কিন্তু দিনহাটা থেকে এখনও ট্রেন পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। আমরা চাই, উত্তরবঙ্গ এক্সপ্রেস চালু করা হোক। তাহলে এখানকার মানুষ উপকৃত হবে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, ধীরে ধীরে রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে। বামনহাট রুটে কবে থেকে ফের ট্রেন চালু হবে, সেই বিষয়ে এখনই বলা যাচ্ছে না। তবে নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ পর্যন্ত স্পেশাল ট্রেন চালাচ্ছি আমরা। আগামী ২ ডিসেম্বর থেকে একমাসের জন্য নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত ফের একটি স্পেশাল যাত্রীবাহী ট্রেন চালুর কথা জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। কিন্তু দিনহাটার বামনহাট থেকে শিয়ালদহ যাওয়ার উত্তরবঙ্গ এক্সপ্রেসকে এখন চালু করা হল না। শুধু তাই নয়, বামনহাট রুটে চলা অন্য দু’টি প্যাসেঞ্জার ট্রেনও চলছে না। ফলে পাট, তামাক, আলু সহ অন্যান্য কৃষিজপণ্য বাইরের রাজ্যে পাঠাতে গিয়ে দিনহাটার চাষিরা সমস্যায় পড়ছেন। এখানকার ব্যবসায়ীরা শিলিগুড়ি, নদীয়া, কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জায়গা থেকে পোশাক, মাছ সহ বিভিন্ন ব্যবসার সামগ্রী নিয়ে আসার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। বাসে কিংবা গাড়ি ভাড়া করে নিউ কোচবিহারে স্টেশনে যেতে অনেক খরচ পড়ে যাচ্ছে। তেমনই নিউ কোচবিহারে ট্রেন থেকে পণ্য নামিয়ে দিনহাটায় নিয়ে আসতেও অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। একইভাবে রোগীদেরও
চিকিৎসার জন্য নিউ কোচবিহারে গিয়ে শিলিগুড়ি, কলকাতাগামী ট্রেনে চাপতে হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen