Train Ticket Booking New Rule : সাধারণ যাত্রীরা টিকিট বুকিং করতে পারবেন প্রথম ১৫ মিনিট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত শ্রেণির টিকিট কাটা আরও কড়া হচ্ছে। এবার থেকে আইআরসিটিসির (IRCTC) ইউজার আইডির সঙ্গে আধার যুক্ত না থাকলে টিকিট বুকিংয়ের প্রথম ১৫ মিনিট খোলা থাকবে না অনলাইন উইন্ডো। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম। সোমবার রেলমন্ত্রক এ তথ্য জানিয়েছে।
রেল বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, এআরপি (অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড) শুরুর দিনেই প্রযোজ্য হবে নিয়মটি। বর্তমানে এআরপি ৬০ দিন, অর্থাৎ যাত্রার ৬০ দিন আগে রিজার্ভেশন খোলে। সেদিন বুকিং শুরু হওয়ার পর আধারবিহীন আইডি দিয়ে প্রথম ১৫ মিনিট টিকিট কাটা যাবে না। তবে ১৫ মিনিট পার হলে স্বাভাবিক নিয়মে টিকিট বুকিং করা যাবে।
রেল মন্ত্রক জানিয়েছে, নিয়মটি আপাতত কেবল অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে কার্যকর হবে। স্টেশনের পিআরএস (প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম) কাউন্টারে টিকিট কাটার নিয়ম অপরিবর্তিত থাকছে। পাশাপাশি, রেলের অনুমোদিত এজেন্টদের ক্ষেত্রেও পূর্বের মতোই প্রথম ১০ মিনিটের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে।
রেল কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থা মূলত দালালচক্র রুখতেই আনা হচ্ছে। অভিযোগ, বুকিং শুরুর মুহূর্তে অসাধু চক্র সক্রিয় হয়ে পড়ে, যার ফলে দ্রুত টিকিট শেষ হয়ে যায়। সাধারণ যাত্রীরা তখন ‘নো রুম’ বার্তা বা দীর্ঘ ওয়েটিং লিস্ট ছাড়া কিছুই পান না। এর আগে জুলাই থেকে তৎকাল বুকিংয়ে আধার যাচাই বাধ্যতামূলক করা হয়েছিল।
পুজোর মরশুমে টিকিট কাটার ভোগান্তি কমাতেই এবার জেনারেল ক্যাটিগরির টিকিট বুকিংয়েও আধার সংযুক্তি আনা হচ্ছে। রেলমন্ত্রকের আশা, নতুন নিয়ম কার্যকর হলে সাধারণ যাত্রীদের নিশ্চিত টিকিট পাওয়া অনেক সহজ হবে।