টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াল পরিবহণ দপ্তর
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৫: বাড়ল টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা। পূর্ব ঘোষণা অনুযায়ী, ৩০ নভেম্বর ছিল টোটো নথিভুক্তিকরণের আবেদনের শেষদিন। সেই মেয়াদ আরও এক মাস বাড়ানো হল। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত টোটো রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে। পরিবহণ দপ্তর এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে। আরও জানানো হয়েছে, টোটো মালিকদের আবেদনের প্রেক্ষিতেই সময়সীমা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, টোটোগুলিকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নেয় রাজ্যের পরিবহণ দপ্তর। প্রতিটি টোটোতে কিউআর কোড সহ স্টিকার লাগানো হবে। এক হাজার টাকা ফি দিয়ে টোটো চালক বা মালিকরা অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন। তাতে কিউআর কোড থাকবে। সেই নম্বরের স্টিকার টোটোয় লাগিয়ে রাখা হবে।
এরপর টোটো নিয়ন্ত্রণে সরকার নির্দিষ্ট নির্দেশিকা আনতে চলেছে বলে খবর। তারপর স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েতে টোটোর রুট ঠিক করা হবে। টোটো চালাতে এরপর থেকে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের। সব মিলিয়ে টোটোর উপর পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে চাইছে রাজ্য সরকার।