মোদী আমলে ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটগুলির হাল বেহাল, বলছে সংসদীয় কমিটি

রিপোর্টে একলব্য মডেল আবাসিক স্কুল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

March 16, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বধীনতার পর থেকে সারা দেশে মাত্র ২৭টি ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়েছে। সংশ্লিষ্ট খাতে বাজেটে যা বরাদ্দ করা হচ্ছে, সংশোধিত বাজেটে বরাদ্দ কমিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে। এই মর্মে সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি আদিবাসী মন্ত্রকের কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। গতকাল লোকসভায় এই সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। রিপোর্টে একলব্য মডেল আবাসিক স্কুল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

সংসদীয় স্থায়ী কমিটির তথ্য বলছে, বাংলায় কালচারাল রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়েছে ১৯৫৫ সালে। সবচেয়ে পুরনো প্রতিষ্ঠানটি ওড়িশাতে, যা ১৯৫২ সালে ওড়িশায় এসসি-এসটি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হয়েছিল। ১৯৫৪ সালে মধ্যপ্রদেশে ট্রাইবাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তৈরি হয়েছিল। এই ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটগুলিকে কেন্দ্রের প্রকল্পের আওতায় ১০০ শতাংশ আর্থিক অনুদান দেওয়া হয়। সংশ্লিষ্ট রাজ্যগুলো রিসার্চ ইনস্টিটিউটের প্রশাসনিক কাজকর্ম সামলায়। আদিবাসী সংস্কৃতির চর্চা, ভাষা এবং ধর্মীয় রীতিনীতির প্রচার ও প্রসারই প্রকল্পের উদ্দেশ্য। সংসদীয় কমিটির বলছে, কোনও ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটই এ যাবৎ কোনও উল্লেখযোগ্য কাজ করে উঠতে পারেনি। ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষে, লাগাতার তিন অর্থ বছরে এই খাতে বাজেটে যা বরাদ্দ হয়েছিল, সংশোধিত বাজেটে তা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ করার জন্য আদিবাসী মন্ত্রককে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মন্ত্রককে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen