লক্ষ্য কাঁথি দক্ষিণ পুনরুদ্ধার! ‘অধিকারী গড়ে’ ঘুঁটি সাজাতে জোড়া কোর কমিটি ঘোষণা তৃণমূলের

January 20, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪০: একদা অধিকারীদের ‘দুর্ভেদ্য দুর্গ’ বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁথি। এবার সেখানেই জমি শক্ত করতে কোমর বেঁধে নামল শাসকদল তৃণমূল কংগ্রেস। লক্ষ্য কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি পুনরুদ্ধার করা। এই উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের পক্ষ থেকে কাঁথি-১ ব্লক ও কাঁথি টাউন এলাকার জন্য দুটি পৃথক কোর কমিটি ঘোষণা করা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে খাস অধিকারীদের পাড়ায় নিজেদের সংগঠনকে মজবুত করতেই এই কৌশল নিয়েছে ঘাসফুল শিবির। উল্লেখ্য, কাঁথি পুরসভা এলাকাতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাসভবন ‘শান্তিকুঞ্জ’। আর সেই শহর এলাকাতেই সংগঠনের রাশ শক্ত করতে চারজন পোড়খাওয়া নেতাকে নিয়ে তৈরি হয়েছে টাউনের কোর কমিটি। এই কমিটিতে রয়েছেন কাঁথি টাউন ব্লকের প্রাক্তন সভাপতি সুরজিৎ নায়েক, কাউন্সিলর আলেম আলি খান, রত্নদীপ মান্না এবং তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য। এছাড়া টাউনের মহিলা সংগঠনের সভানেত্রী হিসেবে ইলা মান্নার নাম পৃথকভাবে ঘোষণা করেছে দল।

অন্যদিকে, কাঁথি-১ ব্লকের কোর কমিটিতেও রাখা হয়েছে অভিজ্ঞ মুখদের। প্রাক্তন সভাপতি সুনীত পট্টনায়কের পাশাপাশি এই কমিটিতে ঠাঁই পেয়েছেন নীলাদ্রি মাইতি, প্রকাশ মণ্ডল ও রামগোবিন্দ দাস। এই ব্লকের মহিলা সংগঠনের দায়িত্ব সামলাবেন সোমা মিশ্র।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূলের জয়জয়কার হলেও কাঁথি দক্ষিণ আসনটি হাতছাড়া হয়েছিল তাদের। অধিকারী ঘনিষ্ঠ প্রাক্তন শিক্ষক তথা বিজেপি প্রার্থী অরূপ কুমার দাসের কাছে পরাজিত হয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা জ্যোতির্ময় কর। আসন্ন নির্বাচনে ফের অরূপ কুমার দাসই পদ্মশিবিরের প্রার্থী হতে পারেন বলে জল্পনা রয়েছে।

গত বছরই কাঁথি-১ ও কাঁথি টাউনের পুরনো কমিটিগুলি ভেঙে দিয়ে নতুন করে ঘর গোছানোর কাজ শুরু করেছিল তৃণমূল নেতৃত্ব। এবার ভোটের মাস দু’য়েক আগে পৃথক কোর কমিটি গঠন করে কর্মীদের দ্রুত ময়দানে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen