ত্রিপুরায় রাখী উৎসব পালন তৃণমূলের, তোলা হবে ‘জয় ত্রিপুরা’ স্লোগান
ওইদিন দলীয় নেতা-কর্মীরা পথচলতি সকল মানুষের হাতে রাখি পরিয়ে দেবেন

একুশের বাংলায় অভূতপূর্ব ফলাফলের পর এবার তৃণমূলের (TMC) লক্ষ্য তেইশের ত্রিপুরা (Tripura)। তাই ধারাবাহিক ভাবে বাঙালি অধ্যুষিত এই পড়শি রাজ্যে একের পর এক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি নিয়ে চলেছে ঘাসফুল শিবির। স্থানীয় নেতৃত্বকে উৎসাহ জোগাতে বাংলা থেকে নিয়ম করে ত্রিপুরা পাড়ি দিচ্ছেন কোনও না কোনও নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদ।
এবার রাখি পূর্ণিমাকে সামনে রেখে পাহাড় থেকে সমতল, গ্রাম থেকে শহর, ত্রিপুরাজুড়ে সর্বত্র রাখি (Rakhi Bandhan) পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লাগানো হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্ল্যাকার্ড, হোর্ডিং, ফেস্টুন। ফের দলীয় পতাকায় মুড়ে ফেলা হচ্ছে রাজধানী আগরতলা-সহ বিভিন্ন এলাকা। জানা গিয়েছে, ২২ অগাস্ট রাখি বন্ধন উৎসব উপলক্ষে ত্রিপুরায় থাকবেন বাংলার যুব তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতা-নেত্রী।

ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, রবিবার রাখির দিনশান্তি, ভাতৃত্ব ও সৌহার্দ্যের বাণী প্রচার করতে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পক্ষে সর্বত্রই পালন করা হবে এই উৎসব।
ওইদিন দলীয় নেতা-কর্মীরা পথচলতি সকল মানুষের হাতে রাখি পরিয়ে দেবেন। পাশাপাশি রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হবে অনাথ (Orphans) আশ্রমের শিশুদেরও। পথশিশু ও ফুটপাতবাসীদেরও রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হবে।