ধাক্কা সামলাতে না পেরেই অভিষেককে টার্গেট, অনুরাগের দাবি তথ্য দিয়ে খারিজ করল তৃণমূল
“যদি কারচুপি হতে মনে হয়, তাহলে ওই সময় কেন অনুরাগ ঠাকুর পুনর্নির্বাচনের দাবি তোলেননি? এখন কেন বানানো তথ্য বলছেন?”

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৪: এবার বিজেপির লক্ষ্য হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র। বুধবার, ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্ভুক্ত ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, মহেশতলা এবং বজবজ নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করেছেন, এখানে গত ৪ বছরে ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে। অর্থাৎ, ভোটার তালিকায় কারচুপি হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। অনুরাগের অভিযোগের প্রতিবাদে, তৃণমূল এখন বুথ পিছু প্রত্যেক ভোটারের তথ্য-প্রমাণ উপস্থাপন করেছে।
বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা বলেন, “কোনও হোমওয়ার্ক নেই। কয়েকজনের দেওয়া তথ্য থেকে অনুরাগ ঠাকুর এসব কথা বলছেন। তাঁরা সঠিকভাবে খোঁজখবর নেননি। তবে অভিষেক প্রতি ভোটারের বিস্তারিত তথ্য পাঠিয়েছেন অনুরাগ ঠাকুরকে। তৃণমূল সব প্রমাণ দিয়েছে।”
বুধবার, অনুরাগ ঠাকুরের অভিযোগ ছিল যে, ডায়মন্ড হারবারে গত চার বছরে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ তালিকায় কারচুপি হয়েছে। কুণাল ঘোষ পাল্টা প্রশ্ন করেন, “যদি কারচুপি হতে মনে হয়, তাহলে ওই সময় কেন অনুরাগ ঠাকুর পুনর্নির্বাচনের দাবি তোলেননি? এখন কেন বানানো তথ্য বলছেন?”
এদিন কুণাল ঘোষ আরও দাবি করেন, ডায়মন্ড হারবারের ২৬৫ নম্বর বুথে মোট ভোটার সংখ্যা ছিল ৪৭। এখন রয়েছেন ৪১ জন। বাকি ৬ জনের তথ্য অভিষেকের তরফে প্রদান করা হয়েছে। ১ জন মৃত, ১ জন ওড়িশায়, ৩ জন বিবাহসূত্রে অন্যত্র এবং ১ জন কর্মসূত্রে অন্যত্র রয়েছেন। তাই, কারচুপির কোনও সুযোগ নেই। গত ৪ বছরে এই এলাকার ভোটার বেড়েছে ৪.৭০ শতাংশ, এবং ফলতার ১৪৪ নম্বর বুথে ভোটার বেড়েছে ৪.০৯ শতাংশ। অনুরাগ ঠাকুরকে আক্রমণ করে তিনি আরও বলেন, “যদি ভোটার বৃদ্ধির হয়, তবে বেড়াবে। বৈধ ভোটার থাকলে আপনি ঠেকানোর কে? অনুরাগ ঠাকুর হয় জানেন না, কিংবা গ্রাম সম্পর্কে কোনও ধারণা নেই। নইলে মিথ্যে বলছেন।”