ফের অসুস্থ সৌগত রায়, হাসপাতালে চিকিৎসাধীন দমদমের সাংসদ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: আবারও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের প্রবীণ সাংসদ অধ্যাপক সৌগত রায়। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে অসুস্থ বোধ করছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি স্থিতিশীল বলে খবর।
দীর্ঘদিন ধরে টাইপ টু ডায়াবিটিসে ভুগছেন সৌগত। গত ২২ জুন অসুস্থ হয়ে বেলঘরিয়ার এক হাসপাতাল ও পরে বেলভিউতে ভর্তি করানো হয় তাঁকে। শ্বাসনালিতে সংক্রমণ, স্নায়ু রোগ, কিডনির সমস্যা এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে তিনি সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ দেন।
বিগত এক বছরে বার বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দমদমের প্রবীণ সাংসদ। উল্লেখ্য, গত বছর মার্চে সংসদে অধিবেশন চলাকালীনও দিল্লিতে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত। গত এপ্রিলে আড়িয়াদহে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পেসমেকার বসাতে হয়।