হিন্দির আগ্রাসন সংসদে, সরব তৃণমূল সাংসদ

সাকেত লিখেছেন, মোদী সরকার আমাদের গণতন্ত্রের মন্দিরে হিন্দি চাপানোর চেষ্টা করছে। কিন্তু সেটা কী সমস্ত ভারতীয়র প্রতিনিধিত্ব করে?

December 3, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংসদ টিভি এবার একমাত্র হিন্দিতে ঘোষণা করা হবে বলে খবর। জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আবার একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার পার্লামেন্টের সংসদ টিভিতে কেবলমাত্র হিন্দিতে সম্প্রচারিত হবে। তার মানে আমাদের মতো সাংসদরা যাঁরা বাংলা, হিন্দি অথবা অন্যান্য ভারতীয় ভাষায় কথা বলবেন তখন আপনারা আমাদের আসল কথা শুনতে পারবেন না। আপনারা আপনারা একটা ভয়েস ওভার শুনতে পাবেন। জানিয়েছেন সাকেত গোখেল।

তিনি লিখেছেন, প্রতি অহিন্দিভাষী ভারতীয়দের কাছে এটা অপমানের। প্রতি ভারতীয়র অধিকার রয়েছে তাঁদের প্রতিনিধিদের কথা তাঁরা তাঁদের নিজস্ব ভাষাতেই শুনবেন। সাকেত লিখেছেন, মোদী সরকার আমাদের গণতন্ত্রের মন্দিরে হিন্দি চাপানোর চেষ্টা করছে। কিন্তু সেটা কী সমস্ত ভারতীয়র প্রতিনিধিত্ব করে?

আমরা আমাদের রাজ্য ভাষার জন্য গর্বিত। আমাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়া হলে সেটা আমরা মানব না। জানিয়েছেন সাকেত। তিনি লিখেছেন, আগামী দিনে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে গোটা বিষয়টি তুলে ধরব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen