দোস্ত দোস্ত না রাহা! মোদীর বন্ধু ট্রাম্প কি নয়াদিল্লির গদি-বদল চান?
প্রেসিডেন্ট ট্রাম্প অনেক দেশে হস্তক্ষেপ করছেন এবং ক্ষমতার পরিবর্তন চান। তারা কি ভারতেও একই কাজ করতে চায়? সন্দেহ হচ্ছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৪: ক্রমশ কি ফাটল চওড়া হচ্ছে ট্রাম্প আর মোদীর বন্ধুত্বে? ট্রাম্প কি ভারতের সরকার বদল চান? দেশের বিরোধীরা প্রশ্ন তুলছেন এমনই। ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসী ভারতীয় নাগরিকদের গরু-ছাগলের মতো তাড়িয়েছেন ট্রাম্প, ভারত-পাক সংঘর্ষ থামিয়েছেন দাবি করে মোদীর ক্রেডিট ছিনিয়ে নিয়েছেন, অ্যাপেল, স্যামসংদের ভারতে ব্যবসা না করতে হুঁশিয়ারি দিয়েছেন; একের পর এক সংযোজন হচ্ছে তালিকায়। সম্প্রতি বলেছেন তিনি পাকিস্তানকে ভালবাসেন বলে ভারত-পাক যুদ্ধ থামিয়েছেন। ইন্ডিয়া জোটের শরিকদের দাবি, লাগাতার ট্রাম্পের আচরণ প্রমাণ করছে নয়াদিল্লির ক্ষমতার বদল চান।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক আমেরিকা সফরকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে ভারতীয় রাজনীতি। ইন্ডিয়ার শরিক শিবসেনার (উদ্ধব) প্রশ্ন, ট্রাম্প ভারতে সরকার বদলের চেষ্টা করছেন কি?
রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেন, “পাকিস্তানের জেনারেল মুনির হোয়াইট হাউসে রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ করছেন। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী, বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের মতামত জানতে চাই। হোয়াইট হাউসে জেনারেল মুনিরকে সম্মান জানাচ্ছে, তার সঙ্গে লাঞ্চ করছেন ট্রাম্প। এখনও পর্যন্ত দেশের সরকারের ভূমিকা স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ট্রাম্প অনেক দেশে হস্তক্ষেপ করছেন এবং ক্ষমতার পরিবর্তন চান। তারা কি ভারতেও একই কাজ করতে চায়? সন্দেহ হচ্ছে।”
হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনিরের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন ট্রাম্প। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের তীব্রতা রোধে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ হেন বুদ্ধিমান লোকের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে তিনি ‘সম্মানিত’। ট্রাম্পের কথায়, “আমি আসিম মুনিরের সঙ্গে দেখা করলাম কারণ আমি সংঘাত থামানোর জন্য ওকে ধন্যবাদ দিতে চাই। যুদ্ধ না করার জন্য, লড়াই থামিয়ে দেওয়ার জন্য আমি ওকে ধন্যবাদ দিতে চাই।” মধ্যাহ্নভোজের সভায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর প্রধানকে আতিথেয়তার জন্য আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্পের এহেন পাকপ্রেমীই প্রশ্ন তুলছে, তবে কি মোদীর পতনের জাল বুনছেন ট্রাম্প?