‘রূপ তেরা মস্তানা…’, মোদীর রূপে মুগ্ধ ট্রাম্প!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ১৩.২০: রূপেই কি ট্রাম্পকে ভুলিয়ে দিলেন মোদী? মোদী আর ট্রাম্পের (Trump-Modi) সম্পর্ক কখনও মেঘ, কখনও রোদ! এবার কি টকের পালা পেরিয়ে মধুর হত চলেছে তাঁদের সম্পর্ক? নরেন্দ্র মোদীকে (Narendra Modi) প্রশংসায় ভরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প( Donald Trump)। দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (APEC) বাণিজ্যিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প মোদীর সম্পর্কে বললেন, ‘নাইসেস্ট লুকিং ম্যান!’ তরজমা করলে দাঁড়ায়, সবচেয়ে সুন্দর দেখতে পুরুষ।
সোলে মধ্যাহ্নভোজ বৈঠকে বক্তৃতায় ট্রাম্প বলেন, “পারমাণবিক শক্তিধর দুটি দেশ লড়াই করতে চলেছিল। আমি তাদের বলেছিলাম— না, এটা হতে দেওয়া যায় না। প্রধানমন্ত্রী মোদী খুবই শক্ত মানুষ, দেখতে সবচেয়ে সুন্দর, কিন্তু ভীষণ কঠিন চরিত্রের। তিনি বললেন— না, আমরা লড়ব। আমি অবাক হলাম, এ কি সেই মানুষ যাঁকে আমি চিনি? কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁরা ফোন করে জানাল, যুদ্ধ বন্ধ হয়েছে।”
এদিন ট্রাম্প ফের দাবি করেন, তিনি বাণিজ্যচুক্তিকে হাতিয়ার করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটিয়েছেন। এর আগেও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি তিনিই ঘটিয়েছেন। তবে মোদীকে সবচেয়ে সুন্দর দেখতে পুরুষ দাবি করা এই প্রথম। এর আগে ট্রাম্প মোদীকে বারবার তাঁর বন্ধু বলে উল্লেখ করতেন কিন্তু এবারই প্রথম ‘বন্ধু মোদী’র রূপে মুগ্ধ হলেন ট্রাম্প।
নীল ছবির নায়িকাদের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের গুঞ্জন বারে বারে সংবাদ শিরোনামে উঠে এসেছে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার আগে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। নিন্দুকেরা বলছেন, যে ট্রাম্প যৌবন থেকে বার বার নীল ছবির নায়িকাদের রূপ-লাস্যে মুগ্ধ হতেন, সেই তিনি মোদীর রূপে কী দেখলেন?