আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক, কী আশা জেলেনস্কির?
ইউক্রেনের দাবি সম্পূর্ণ যুদ্ধবিরতি। জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রনেতারা এই দাবিই জানাচ্ছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: ১৫ আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসবেন। রাশিয়া বিবৃতি জারি করে জানিয়েছে, ‘প্রেসিডেন্টরা নিঃসন্দেহে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করবেন, দীর্ঘকালীন শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করতে।’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বহুদিন ধরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করছেন বটে কিন্তু লাভের লাভ হয়নি। পুতিনের উপর বেজায় ক্ষিপ্ত হয়ে পড়েছেন ট্রাম্প।
ইউক্রেনের দাবি সম্পূর্ণ যুদ্ধবিরতি। জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রনেতারা এই দাবিই জানাচ্ছেন। একই সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলাতেও। ইউরোপীয় রাষ্ট্র এবং জেলেনস্কির দাবি, সংঘর্ষবিরতি এবং নিরাপত্তার ‘গ্যারান্টি’ দিতে হবে।
ট্রাম্প-পুতিন বৈঠকের প্রেক্ষিতে জেলেনস্কির অভিযোগ, ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনার টেবিলে বসা অর্থহীন। ইউক্রেনকে ছাড়া এই যুদ্ধ বন্ধ সম্ভব নয়। বুধবার ভার্চুয়াল বৈঠকে বসেন ট্রাম্প, জেলেনস্কি সহ একাধিক ইউরোপীয় দেশের প্রধানরা। বৈঠক শেষে সকলেই একমত, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিতে হবে ইউক্রেনকে, সংঘর্ষবিরতিও চাই। দুই শর্তেই ঐক্যমত হয়েছেন ইউরোপীয় রাষ্ট্রনেতারা। এখন দেখার আগামীদিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কোন পথে যায়?