আগামী সপ্তাহে Trump-Putin বৈঠক, কী ভাবছে নয়া দিল্লি?
রাশিয়ায় থেকে তেল কেনার জেরে ভারত মার্কিন প্রেসিডেন্টের ক্ষোভের মুখে পড়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৩: Tariff War আবহে মুখোমুখি বৈঠকে বসতে অবশেষে রাজি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আগামী ১৫ আগস্ট আলাস্কায় আলোচনার টেবিলে (Russia-US meeting) বসতে চলেছেন দুই রাষ্ট্রপ্রধান। এই বৈঠককে স্বাগত নিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতি দেন আসন্ন ট্রাম্প পুতিন বৈঠককে কেন্দ্র করে। তাঁর আশা, এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পথ খুঁজে পাবে।
পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের কথা ট্রাম্প নিজেই প্রকাশ্যে এনেছেন। ট্রুথে তিনি লিখেছেন, ‘‘অবশেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমার বৈঠকটি হতে চলেছে। আগামী শুক্রবার ১৫ আগস্ট আলাস্কায় আমাদের সাক্ষাৎ হবে।’’ রাশিয়ার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ‘‘প্রেসিডেন্টরা নিঃসন্দেহে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করবেন। দীর্ঘকালীন শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করবেন।’’
আমেরিকার সঙ্গে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের শুল্কযুদ্ধের আবহে মার্কিন প্রেসিডেন্ট ও রুশ রাষ্ট্রপ্রধানের বৈঠকের খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইতিবাচক। ভারতের জন্য অন্যন্ত জরুরি। কারণ, রাশিয়ায় থেকে তেল কেনার জেরে ভারত মার্কিন প্রেসিডেন্টের ক্ষোভের মুখে পড়েছে।
ভারতের বিদেশমন্ত্রক মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং শান্তি প্রতিষ্ঠার রাস্তা খুলে যেতে পারে। Tariff War-র আবহে আমেরিকার সঙ্গে কূটনৈতিক চাপানউতোরের মাঝে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে ভারতের। পুতিন চলতি মাসেই ভারতে আসবেন বলে শোনা যাচ্ছে। ভারত ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। এমন পরিস্থিতিতে ট্রাম্প-পুতিন বৈঠক হলে কি ভারতের উপর থেকে শুল্কের বোঝা কিছুটা কমবে?