Trump-র Tariff War! ধস নামবে ভারতের অর্থনীতিতে? আশঙ্কা শিল্পপতিদের
রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে সোমবার মার্কিন প্রেসিডেন্ট নতুন হুমকি দিয়েছেন। ভারতের উপর শুল্কের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধির হুঁশিয়ারি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.২৩: ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক (Tariff) চাপিয়েছেন ট্রাম্প, পাশাপাশি জরিমানার হুঁশিয়ারিও দিয়েছেন। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্পের সিদ্ধান্তের জেরে ভারতের অর্থনীতিতে ধস নামতে পারে।
ক্ষতির মুখে পড়তে পারে একাধিক ভারতীয় পণ্যের উৎপাদন, রপ্তানি ও বাণিজ্য। কর্মসংস্থানে এর ব্যাপক প্রভাব পড়তে চলছে। চাকরির বাজারে ধস নামবে। ডোনাল্ড ট্রাম্পের (Trump) সম্প্রতি ঘোষিত ২৫ শতাংশ আমদানি শুল্কের জেরে গোটা অর্থনীতিরই সর্বনাশ হবে। এমনই আশঙ্কা দেশের শিল্পপতিদের।
রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে সোমবার মার্কিন প্রেসিডেন্ট নতুন হুমকি দিয়েছেন। ভারতের উপর শুল্কের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার হুঁশিয়ারি দিয়েছেন। যার জেরে আতঙ্কিত দেশের বিভিন্ন পণ্য রপ্তানিকারী সংস্থা। সম্মিলিত সংগঠনের আর্জি, কেন্দ্র সরকার এখনই কিছু একটা বিকল্প ব্যবস্থার কথা ভাবুক। একাধিক সেক্টর ক্ষতিগ্রস্ত হতে চলেছে।
আগামী বৃহস্পতিবার থেকে নয়া আমদানি শুল্ক আরোপ করা হবে। যার অর্থ ভারত থেকে আমেরিকায় পণ্য পাঠাতে হলে ভারতীয় সংস্থাগুলিকে ২৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হবে। ধাক্কা খাবে রপ্তানি বাণিজ্য। অর্থনীতিতে আঘাত আসবে। বৈদেশিক বাণিজ্যের ঘাটতি ফের শিখরে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। বণিক ও শিল্পমহল চরম আতঙ্কের বার্তা দিয়েছে সরকারকে।২৫ শতাংশ আমদানি শুল্কের জেরে বিপুল ক্ষতির মুখে পড়বে ভারতীয় সংস্থাগুলি, ফলে রপ্তানি কমিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে কারখানা ও উৎপাদন ক্ষেত্রে সমসংখ্যক কর্মী রেখে আর চালাতে পারবে না শিল্পসংস্থা। শুরু হবে কর্মীছাঁটাই।
এখনও পর্যন্ত ভারত ও মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়নি। আগেই ট্রাম্প ভারতের উপর এই শুল্ক চাপিয়ে দিচ্ছেন। রপ্তানিকারী সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের বৈঠক সরকারকে জানানো হয়েছে মূলত ইস্পাত, খাদ্য প্রক্রিয়াকরণ, ইঞ্জিনিয়ারিং, সামুদ্রিক উৎপাদন, কৃষিজাত পণ্যের উপর গভীর প্রভাব পড়বে।
রেডিমেড গার্মেন্টস এবং টেক্সটাইলের ক্ষেত্রে চরমে পৌঁছবে ক্ষতির পরিমাণ। দেশের মোট টেক্সটাইল রপ্তানির মধ্যে প্রায় ৩৫ শতাংশই আমেরিকায় পৌঁছয়। উৎসাহ ভাতা জাতীয় সরকারি সহায়তা প্যাকেজের কথা ভাবা হচ্ছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনামের উপর কম আমদানি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এই দেশগুলির সঙ্গেই টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্ট রপ্তানিতে প্রতিযোগিতা ভারতের। ২৫ শতাংশ শুল্কের কারণে ভারতের জামাকাপড়ের দাম অনেক বেশি হবে আমেরিকায়। অন্য দেশগুলির পণ্য হবে তুলনায় সস্তা। ফলে সে সব দেশের পণ্যই মার্কিন মুলুকে বেশি করে প্রবেশ করবে। শিল্পমহল থেকে সাধারণ শ্রমিক ক্ষতির মুখে পড়বে বিপুল সংখ্যক মানুষ। সে ধাক্কা কি নোটবন্দি- জিএসটির চাপ পীড়িত ভারতের অর্থনীতি সামলাতে পারবে?