রুশ তেল আমদানি নিয়ে মোদীর সঙ্গে ফোনালাপ, ট্রাম্পের দাবি ‘মিথ্যাচার’ বলে দায় এড়াল কেন্দ্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মধ্যে কোনও ফোনালাপ হয়নি। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের দাবি সম্পূর্ণ অস্বীকার করল ভারত সরকার। বৃহস্পতিবার বিদেশমন্ত্রক জানিয়ে দিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের কোনওরকম ফোনালাপ বা সাক্ষাৎ হয়নি। ফলে রাশিয়া (Russia) থেকে তেল না কেনার আশ্বাস দেওয়ার যে দাবি ট্রাম্প করেছেন, তা ভিত্তিহীন বলেই মনে করছে নয়াদিল্লি। ট্রাম্প বলেন, “আমি খুশি নই যে ভারত রুশ তেল কিনছে। আজ মোদীজি আমাকে আশ্বস্ত করেছেন, এটা বন্ধ হবে। এটা এক বড় পদক্ষেপ।”
বিদেশমন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, ‘ফোনে হোক বা সামনাসামনি আলোচনা, গতকাল কোনওটাই হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। গতকাল দুই রাষ্ট্রপ্রধান একে অপরকে ফোন করেননি।’ এর আগে মন্ত্রক জানিয়েছিল, ‘জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতিতে ভারতীয় গ্রাহকদের স্বার্থরক্ষা করাই আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারাই পরিচালিত হয়।’
বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, “মোদী আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চীনও সেই একই পথে হাঁটুক।” এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
বিদেশমন্ত্রক দ্রুত বিবৃতি দিয়ে জানায়, তেল আমদানির ক্ষেত্রে ভারত সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। নয়াদিল্লির অবস্থান আগেও ছিল স্পষ্ট-যেখানে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই তেল কেনা হবে। মার্কিন প্রশাসন যদিও বারবার রাশিয়া থেকে ভারতের তেল (Indian Oil) কেনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
এই প্রথম নয়, এর আগেও ভারত-পাক সংঘর্ষবিরতির সময় কৃতিত্ব দাবি করে ট্রাম্প ‘মিথ্যাচার’ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। এবার রুশ তেল নিয়েও তাঁর মন্তব্যকে একইভাবে ‘মিথ্যাচার’ বলেই অভিহিত করছে ভারত।