গণছাঁটাই ট্রাম্প প্রশাসনের, চাকরি হারালেন বিদেশ দপ্তরের ১,৩৫০ কর্মী
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসনিক (Trump Administration) ব্যয় কমানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে।

এবার গণছাঁটাই (Mass layoffs) এর প্রক্রিয়া শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্র US State Department)। শুরুতেই বিদেশ দপ্তরের ১,৩৫০-রও বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশ দফতরের অপ্রয়োজনীয় বিভাগগুলোকে আয়তনে ছোট করে কূটনৈতিক কাজকে আরও অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসনিক (Trump Administration) ব্যয় কমানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিদেশ দফতরের সহকারী সচিব মাইকেল জে রিগাস ছাঁটাইয়ের ঘোষণা করেন, যার পরদিন থেকেই তা কার্যকর হয়। যদিও কিছুদিন আগেই নিম্ন আদালত গণছাঁটাইয়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল, কিন্তু সম্প্রতি আমেরিকার সুপ্রিম কোর্ট সেই রায় খারিজ করে দেয়। ফলে ট্রাম্প প্রশাসন আবার ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে।
বিদেশ সচিব মার্কো রুবিয়োর মতে, এ সিদ্ধান্ত শুধুমাত্র ব্যয় কমানোর জন্য নয়, বরং দপ্তরের মধ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। এটা ছিল তার প্রথম ধাপ। ভবিষ্যতে আরও ছাঁটাইয়ের ইঙ্গিতও মিলেছে।
বিদেশ দপ্তরের প্রায় ১৮,০০০ কর্মীর মধ্যে প্রায় ৩,০০০ কর্মীর চাকরি এই মুহূর্তে ঝুঁকির মুখে রয়েছে। ।