ট্রাম্পের Tariff গুঁতো, লক্ষ্মীবারে বাজার খুলতেই ধস, ধাক্কা খেল Sensex ও Nifty!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের বোঝা সামাল দিতে কার্যত ভেঙে পড়েছে ভারতীয় শেয়ার বাজার (Share Market)।

August 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের বোঝা সামাল দিতে কার্যত ভেঙে পড়েছে ভারতীয় শেয়ার বাজার (Share Market)। বৃহস্পতিবার সাত সকালে বাজার খুলতেই ধস নামল সেনসেক্স (Sensex) এবং নিফটিতে (Nifty)। সেনসেক্স একধাক্কায় নামল প্রায় ৬০০ পয়েন্ট। নিফটিতে পতন হয়েছে ৫০ পয়েন্ট।

বাজার খোলার এক ঘণ্টার মধ্যে সেনসেক্স ৬০০ পয়েন্ট নেমে গিয়ে ৮০,৩০০ পয়েন্টে ট্রেড করতে থাকে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিও ৫০ পয়েন্ট নেমে গিয়ে ২৪, ৫৮০ পয়েন্টের আশেপাশে ট্রেড করতে শুরু করে। ১৬টি গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে ১৪টিই আর্থিক ক্ষতির মধ্যে চলছে। আশঙ্কা, বাজার থেকে কয়েক লক্ষ কোটি টাকা উবে যেতে পারে।

অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার ঠিক আগে মঙ্গলবারেও ধাক্কা খেয়েছিল শেয়ার বাজার। সেনসেক্স ও নিফটি দুটোই ১ শতাংশ করে পড়ে গিয়েছিল। যা গত তিন মাসের মধ্যে সর্বাধিক পতন! বাজার থেকে প্রায় ৫ লক্ষ কোটি টাকা উবে যায়। গণেশ চতুর্থীর জন্য বুধবার বাজার বন্ধ ছিল। বৃহস্পতিবার ফের বাজার খুলতেই আবারও ধস।

উল্লেখ্য, ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময়, বুধবার সকাল ৯টা ৩১ মিনিটে তা কার্যকর হয়েছে। মনে করা হচ্ছে, মার্কিন মুলুকের এই শুল্ক বৃদ্ধি ভারতের ৪৮.২ বিলিয়ন ডলারের রপ্তানিকে সরাসরি প্রভাবিত করবে। অন্যদিকে, শেয়ার বাজারে ইতিমধ্যেই ধস নামতে শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen