Tsunami: ১ ফুটেরও বেশি উঁচু ঢেউ, রাশিয়ার ভূমিকম্পের পর ক্যালিফোর্নিয়ায় সুনামির দাপট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৩: রাশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ৮.৮ মাত্রার (magnitude 8.8) ভূমিকম্পের (earthquake) জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই (Hawaii) ও অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির (tsunami) ঢেউ ছড়িয়ে পড়ে। জাপান টাইমস জানিয়েছে, জাপানের উপকূলে ১.৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ায় একজনের মৃত্যু হয়েছে। যদিও প্রাথমিক আশঙ্কার তুলনায় ঢেউ অনেকটাই দুর্বল ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে হাওয়াইয়ের যে এলাকাগুলি থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল, সেগুলোকে এখন নিরাপদ ঘোষণা করা হয়েছে। রাজ্যের জন্য জারি করা সুনামি সতর্কতা (tsunami alert) আপডেট করে এডভাইসরী পর্যায়ে নামিয়ে আনা হয়েছে।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (Pacific Tsunami Warning Center – PTWC) জানিয়েছে, রাশিয়া, জাপান, আলাস্কা এবং হাওয়াইয়ের বিভিন্ন উপকূলে সুনামির প্রভাব ইতিমধ্যেই দেখা গিয়েছে এবং ঢেউ প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অর্ধ-স্বায়ত্তশাসিত অঞ্চল ফ্রেঞ্চ পলিনেশিয়ার (French Polynesia) স্থানীয় কর্তৃপক্ষ মার্কেসাস দ্বীপপুঞ্জের (Marquesas Islands) জন্য সুনামি সতর্কতা জারি করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত উয়া হুকা, নুকু হিভা ও হিভা ওয়া দ্বীপে ১.১০ থেকে ২.২০ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে, হাওয়াইয়ে (Hawaii) ৫.৫ ফুট উচ্চতার ঢেউ আসার পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (Pacific Tsunami Warning Center) মার্কিন রাজ্যটির জন্য সতর্কতার মাত্রা কমিয়ে এনেছে।
বিশেষজ্ঞরা এখনও সতর্ক করে জানাচ্ছেন, হাওয়াই উপকূলে ১০ ফুট পর্যন্ত উঁচু সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। ফলে সেখানে ও আশেপাশের উপকূলীয় এলাকাগুলিকে এখনও হাই এলার্ট অবস্থায় রাখা হয়েছে।