Tukitaki: স্বাস্থ্য যদি ভালো রাখতে চান, এই দশটি নিয়ম মেনে যান…
স্বাস্থ্য যদি ভালো রাখতে চান, এই দশটি নিয়ম মেনে যান…
May 13, 2025
|
< 1 min read
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বাস্থ্য যদি ভালো রাখতে চান, এই দশটি নিয়ম মেনে যান…
স্বাস্থ্য ভালো রাখার টুকিটাকি
- দুধের সাথে আদার রস খেলে হাড়ে জয়েন্টের ব্যথা হবে না।
- স্মৃতিশক্তি বৃদ্ধি করতে নিয়মিত কাজু বাদাম খান
- সারারাত ভেজানো খেজুর সকালে খালি পেটে খেলে শরীরের দুর্বলতা কমে।
- নিয়মিত মলা মাছ খান। রাত কানা ও চোখের সমস্যায় মলা মাছ খুব উপকারী।
- লিভারকে ভালো রাখতে গেলে প্রতিদিন সকালে কাঁচা হলুদ খান।
- মুখের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন একটি করে আপেল খান, শরীর তাজা থাকবে।
- লাল চালের ভাত ও লাল আটার রুটি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
- শরীরের ক্যালসিয়াম – এর ঘাটতি পূরণ করতে সকালে খালি পেটে কাজু বাদাম খান।
- নিয়মিত টক দই খেলে ডিপ্রেশন দূর হয়।
- লবণ দিয়ে আদা চিবিয়ে খেলে দ্রুত মাথা ব্যথা কমে যায়।