রায়গঞ্জের সবলা মেলায় অন্যতম আকর্ষণ তুলাইপাঞ্জি
ফাঁসিদেওয়ার তুলাইপাঞ্জি চাল থেকে বস্ত্রশিল্প। কসমেটিক থেকে মাটির সামগ্রী। এ ধরনের নানা উপকরণ নিয়ে বাগডোগরায় সবলা মেলায় হাজির স্বনির্ভরগোষ্ঠীর মহিলারা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাগডোগরায় ১৬তম সবলা মেলায় আয়োজন করেছে দার্জিলিং জেলা প্রশাসনের স্বনির্ভরগোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ। রবিবার মেলায় উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়র ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনির্বাণ চট্টোপাধ্যায়।
ফাঁসিদেওয়ার তুলাইপাঞ্জি চাল থেকে বস্ত্রশিল্প। কসমেটিক থেকে মাটির সামগ্রী। এ ধরনের নানা উপকরণ নিয়ে বাগডোগরায় সবলা মেলায় হাজির স্বনির্ভরগোষ্ঠীর মহিলারা। প্রশাসন সূত্রে খবর, মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ২৮টি স্টল হয়েছে। ১১ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০ট থেকে রাত ৮টা পর্যন্ত মেলার প্রবেশদ্বার খোলা থাকছে। মেলা ময়দানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর।
সোমবার দ্বিতীয় দিনেও ছিল ভিড়। প্রশাসনের আধিকারিকরা বলেন, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তুলাইপাঞ্জি চাল জগৎ বিখ্যাত। সেই সুগন্ধি চাল বর্তমানে ফাঁসিদেওয়াতেও অল্প পরিমাণ জমিতে ফলছে। এবার মেলার অন্যতম আকর্ষণ সেই চাল। কেজি প্রতি ১২০ টাকা দরে সেই চাল বিক্রি হচ্ছে। প্রথমদিন এই চালের ভাণ্ডার দর্শনার্থীদের নজর কেড়েছে। এছাড়া, পাহাড় থেকে সমতলের নানা হস্তশিল্প, বস্ত্র, কসমেটিক জুয়েলারির ও খাবারের স্টল রয়েছে মেলায়। গতবছর মেলায় বিক্রি হয়েছিল ৯ লক্ষ ৮৩ হাজার ৬৯৫ টাকার পণ্য। এবার ব্যবসা-বাণিজ্য আরও বাড়বে বলেই আশাবাদী। এজন্য গ্রামে গ্রামে ব্যাপক প্রচার চলছে।