ওড়িশার বালাসোরে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী কলকাতাগামী বাসের সংঘর্ষ, মৃত অন্তত দুই

October 29, 2025 | < 1 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ১১.৪৫: মঙ্গলবার শেষরাতে ওড়িশার বালাসোরে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। ট্রাকের সঙ্গে যাত্রীবাহী কলকাতাগামী বাসের সংঘর্ষ ঘটে। দুমড়ে মুচড়ে যায় বাস। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। জানা যাচ্ছে, ঢেঙ্কানল জেলার নরসিংহপুর থেকে কলকাতা যাচ্ছিল বাসটি।

জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে ৪০ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। ভোর ৩টে নাগাদ জলেশ্বরের লক্ষ্মণনাথের কাছে ব্রেক ফেল করে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের চালক সহ এক যাত্রীর। আহত হন আরও ১০ জন।

ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান ব্রেকফেলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। শুরু হয়েছে তদন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen