কলকাতা বইমেলায় নেই আমেরিকা, প্রথমবারের জন্য বাঙালির বইপার্বণে সামিল ইউক্রেন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: আর মাত্র তিন দিনের অপেক্ষা! তারপরই শুরু বাঙালির বইপার্বণ কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের ফোকাল থিম কান্ট্রি মেসি-মারাদোনার দেশ আর্জেন্তিনা। বইমেলার মোট ন’টি গেটের মধ্যে দু’টি গেট সেজে উঠছে আর্জেন্তিনার প্রাচীন স্থাপত্যের আদলে। এ দেশে আর্জেন্তিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো এবং মারাদোনার দেশের বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে মেলা উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন।
এবারের বইমেলায় যোদ দিচ্ছে মোট ২০টি দেশ। কলকাতা বইমেলায় প্রথমবারের জন্য অংশগ্রহণ করতে চলেছে ইউক্রেন।
গতবারের মতো এবারেও থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন। সকলকে চমকে দিয়ে এবারে থাকছে না আমেরিকা। কলকাতা বইমেলায় ইউএসএ’র প্যাভিলিয়ন নিয়ে প্রতিবারই বাড়তি আকর্ষণ থাকে। ২০১১ সালে থিম কান্ট্রিও ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন কনসুলেটের কর্তাদের দাবি, বইমেলায় স্টল দেওয়ার জন্য আমেরিকা সরকার কোনও অর্থ বরাদ্দ করেনি। কয়েক সপ্তাহ আগে মার্কিন কর্তারা এই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছিল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডকে। সেখানেই কারণ জানানো হয়েছে বলে খবর।
অন্যদিকে, কলকাতা বইমেলায় প্রথমবার স্টল দিচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। তা নিয়ে উচ্ছ্বসিত সকলে। ইউক্রেনের শিল্প ও সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটবে বইপ্রেমীদের। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ইউক্রেন প্রথমবার আসছে। থিম কান্ট্রি সহ মোট ২০টি দেশ অংশ নিচ্ছে। আর্জেন্তিনা, রাশিয়া, ইউক্রেন, জার্মানি, ইউকে, ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, নেপাল সহ লাতিন আমেরিকার একগুচ্ছ দেশ এবারও হাজির থাকছে। গতবার বইমেলায় অস্ট্রেলিয়া ছিল না। এবার আসছে রিকি পন্টিংয়ের দেশ।