কৃষ্ণসাগরে রুশ তেল ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলা, নতুন মোড় নিল যুদ্ধ!

November 29, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪০: কৃষ্ণসাগরে ফের উত্তেজনা। রুশ তেলের ট্যাঙ্কার ‘বিরাট’-এ একের পর এক হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। শুক্রবার রাতে ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে বলে খবর। তার পর শনিবার ভোরে ফের ড্রোন হামলার শিকার হয় একই জাহাজ। ট্যাঙ্কারের নাবিকরা আতঙ্কে সাহায্যের আবেদন জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। প্রকাশ্যে আসা এক ভিডিওতে ভয়ংকর বিস্ফোরণের দৃশ্য দেখা গিয়েছে, যেখানে জাহাজের কর্মীরা চিৎকার করে জানান, “বিরাট থেকে জানাচ্ছি। ড্রোন হামলা হয়েছে। মে-ডে।”

তুর্কি পরিবহণ মন্ত্রক জানিয়েছে, কৃষ্ণসাগরের উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে শুক্রবারই হামলার মুখে পড়েছিল ওই রুশ ট্যাঙ্কার। শনিবার ফের আঘাত হানে ড্রোন। তবে শুরুতে ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা স্পষ্ট হয়নি। তুর্কি পরিবহণ মন্ত্রী আবদুল কাদির উরালোগলু বলেন, “বাহ্যিক আঘাতের অর্থ জাহাজটি মাইন, রকেট, ড্রোন বা একটি মানবহীন ডুবো যান দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল।”

আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। কিয়েভের গুপ্তচর সংস্থা এসবিইউ এবং ইউক্রেন নৌসেনা যৌথভাবে আক্রমণ চালিয়েছে বলে দাবি করা হয়েছে। শান্তিচুক্তি নিয়ে আমেরিকার ক্রমাগত চাপের মধ্যে ইউক্রেনের এই কৌশলগত পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রশ্ন উঠছে, ইউক্রেনের এই হামলার পর রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি কি কৃষ্ণসাগরের ঢেউয়ে তলিয়ে গেল? যুদ্ধের গতিপথ কোন দিকে মোড় নেবে, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen