Pahalgam: TRF-কে পহেলগাঁও হামলার জন্য দায়ী করলো রাষ্ট্রপুঞ্জ
এই রিপোর্টে ২২শে এপ্রিল পহেলগাঁওতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার সঙ্গে TRF-এর যুক্ত থাকার প্রমাণ দেওয়া হয়েছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৩: রাষ্ট্রপুঞ্জের (UN) নিরাপত্তা পরিষদের একটি রিপোর্টে পাকিস্তান-পোষিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর (TRF) নাম উল্লেখ করা হয়েছে। এই রিপোর্টে ২২শে এপ্রিল পহেলগাঁওতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার সঙ্গে TRF-এর যুক্ত থাকার প্রমাণ দেওয়া হয়েছে, যেখানে ২৬জন ভারতীয়কে নির্মমভাবে হত্যা করা হয়। এই প্রথম কোনো UN ডকুমেন্টে এই সন্ত্রাসী গোষ্ঠীর নাম উল্লেখ করা হলো।
UN রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, TRF দু’বার পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল এবং তারা হামলাস্থলের একটি ছবিও প্রকাশ করেছিল। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, পাকিস্তান-পোষিত লস্কর-ই-তৈবার সমর্থন ছাড়া এই হামলা সম্ভব হত না।
এই ঘটনায় ভারতের পক্ষ থেকে বহুবার পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে। এবার UN-এর স্বীকৃতি পেয়ে সেই অভিযোগ আরও জোরালো হলো। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক স্তরে এই রিপোর্ট পাকিস্তানের ওপর চাপ বাড়াবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে শক্তিশালী করবে।