মণিপুরে নারী নিগ্রহের ঘটনায় CBI তদন্তের নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

July 27, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে গোটা দেশ উত্তাল। এবার ওই দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

গত ৪ মে মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। এমনকী তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। সেইসঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তারও অভিযোগ করে আদিবাসী সংগঠন।

সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ছোট্ট ভিডিও প্রকাশ পেতেই শোরগোল পড়ে হয় যায় গোটা দেশে। বিরোধীরা এই নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে। এমনকী সংসদে চলতি অধিবেশনেও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen