আগামী সপ্তাহেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকার জানান, আদালতের নির্দেশ মতো আগামী ১২ সপ্তাহের মধ্যেই শেষ করা হবে নিয়োগ প্রক্রিয়া।

July 16, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিকে (Upper Primary) শিক্ষক নিয়োগের ইন্টারভিউ (Interview) প্রক্রিয়া। বুধবার স্কুল সার্ভিস কমিশনের কর্তাদের সাথে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক ছিল। তার পরেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কমিশন।

বহু প্রতীক্ষার পর গত শুক্রবার আদালতের রায়ে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে জট কেটেছে। তার পরেই, এসএসসি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকার জানান, আদালতের নির্দেশ মতো আগামী ১২ সপ্তাহের মধ্যেই শেষ করা হবে নিয়োগ প্রক্রিয়া।

স্কুল সার্ভিস কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ২০১৬ সালে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, তালিকায় তাঁদের কারও নাম না থাকলে তাঁরা ফের আবেদন করতে পারবেন। এরকম পরীক্ষার্থীদের কারও বয়স যদি ৪০ বছর পেরিয়েও যায়, সেক্ষেত্রেও যোগ্যপ্রার্থীদের চাকরি পেতে সমস্যা হবে না। পরবর্তী নিয়োগের ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে। অভিযোগ জানানোর জন্য এসএসসির ওয়েবসাইটে একটি নির্দিষ্ট ই-মেল অ্যাড্রেস দেওয়া হবে। ই-মেল ছাড়াও রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে বা কমিশনের অফিসে হার্ড কপি জমা দিয়ে অভিযোগ জানানো যাবে। তারা আরও জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে, সেখানে প্রতি ১০০টি শিক্ষক পদের জন্য ১৪০ জনকে ডাকা হবে। কোনও ভুল থাকলে অবশ্যই তা সংশোধন করা হবে বলে চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করেছেন কমিশনের চেয়ারম্যান।

গত শুক্রবারই এসএসসির চেয়ারম্যান জানিয়েছিলেন, ‘হাইকোর্ট স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। ১৫ জুলাই- এর পর আমরা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই নেওয়া হবে ইন্টারভিউ। সেক্ষেত্রে এক সপ্তাহের মধ্যেই সিধান্ত নেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বা নিজেদের বঞ্চিত মনে করছেন, তারাও একটা সুযোগ পাবেন। আদালতের দেওয়া সময়সীমার মধ্যে আবেদন করলে অগ্রাধিকার পাবেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen