অর্ণবের গ্রেফতারিতে খুশি অন্বয় নায়েকের স্ত্রী-মেয়ে

তাতে কিছুটা যেন স্বস্তি পেয়েছেন ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েকের স্ত্রী অক্ষতা এবং মেয়ে আদনিয়া।

November 4, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বছরদুয়েকের বেশি সময় ধরে তাঁদের লড়াই চলছে। মাঝে মামলা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরও হাল ছাড়েননি। আবারও নতুন করে শুরু হয়েছে তদন্ত। সেই মামলায় গ্রেফতার হয়েছেন অন্যতম অভিযুক্ত রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী (Arnab Goswami)। তাতে কিছুটা যেন স্বস্তি পেয়েছেন ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েকের স্ত্রী অক্ষতা এবং মেয়ে আদনিয়া।

২০১৮ সালের মে’তে আত্মহত্যা করেছিলেন ৫৩ বছরের ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক (Anvay Naik) এবং তাঁর মা কুমুদ নায়েক। আলিবাগে কবীর গ্রামের বাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন অন্বয়ের স্ত্রী অক্ষতা (৪৮)। তারইমধ্যে একটি সুইসাইড নোট উদ্ধার করেছিল পুলিশ। তাতে অভিযোগ করা হয়েছিল, অর্ণব গোস্বামী, ফিরোজ শেখ এবং নীতেশ সারদার থেকে ৫.৪ কোটি টাকা পেতেন অন্বয়। কিন্তু তা দেওয়া হয়নি। সেজন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। সেই ঘটনায় অর্ণবদের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও উপযুক্ত প্রমাণের অভাবে মামলা বন্ধ করে দেওয়া হয়েছিল।

যা মেনে নিতে পারেননি অক্ষতা এবং মেয়ে আদনিয়া। আলিবাগ পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের দ্বারস্থ হন আদনিয়া। তারপর চলতি বছরের মে’তে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্বয় ও তাঁর মা’র মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্ত শুরু হবে। যদিও রিপাবলিক টিভির তরফে যাবতীয় অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen