পহেলগাঁও হামলায় দায়ী TRF-কে জঙ্গি সংগঠন ঘোষণা আমেরিকার, পাকিস্তানের সঙ্গে দূরত্ব তৈরি করছেন ট্রাম্প?

দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। টিআরএফকে জঙ্গি তালিকাভুক্ত করার প্রতিবাদে সুর চড়িয়েছে পাকিস্তান

July 18, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১১: পাকিস্তানের সঙ্গে দূরত্ব তৈরি করছেন ট্রাম্প? না-কি তিনি বিশ্বকে দেখাতে চাইছেন পাকিস্তানের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে? পহেলগাঁও হামলায় দায়ী টিআরএফকে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করেছে মার্কিন মুলুক। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। টিআরএফকে জঙ্গি তালিকাভুক্ত করার প্রতিবাদে সুর চড়িয়েছে পাকিস্তান (Pakistan)।

পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) দায় স্বীকার করে লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে টিআরএফ। প্রথমে দায় স্বীকার করা ও পরে তা অস্বীকার করার নেপথ্যেও পাকিস্তান রয়েছে বলে দাবি কূটনৈতিক মহলের। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নিন্দাপ্রস্তাব প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। সেই প্রস্তাবে সন্ত্রাসবাদী সংগঠন টিআরএফের নাম উল্লেখ করা হয়নি। যার নেপথ্যে পাকিস্তান এবং চীনের আপত্তি ছিল বলে অনুমান কূটনীতিকদের। পাকিস্তানের বক্তব্য ছিল, পহেলগাঁও হামলায় যে টিআরএফ যুক্ত, এমন কোনও প্রমাণ মেলেনি। টিআরএফকে (TRF) কোনওভাবেই দায়ী করা যায় না। সন্ত্রাসবাদী সংগঠনকে বাঁচাতে পাকিস্তানের তৎপরতায় প্রশ্ন ওঠে, কেন টিআরএফকে বাঁচাতে চাইছেন শাহবাজ শরীফ?

পাকিস্তানের প্রতিরোধ সত্ত্বেও আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় ঢুকে পড়ল টিআরএফ। মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, “দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে এফটিও এবং এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর ট্রাম্প এবং পাকিস্তানের ঘনিষ্ঠতা একাধিকবার প্রকাশ্যে এসেছে। ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্যও সুপারিশ করেছে ইসলামাবাদ। পাক সেনাপ্রধান আসিম মুনির মার্কিন মুলুকে গিয়ে ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন। এরপর হঠাৎই টিআরএফের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল আমেরিকা। তবে কি ট্রাম্প পাকিস্তানের সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন? ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি পথ মসৃণ করতেই এই পদক্ষেপ তাঁর?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen