লজিস্টিক হাব হিসেবে দেশের রাজধানী হওয়ার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের, মত মার্কিন রাষ্ট্রদূতের
মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ইতিমধ্যেই রাজ্যে লজিস্টিকসে বিনিয়োগ করেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটির মনে করছেন, “লজিস্টিক হাব হিসেবে দেশের রাজধানী হওয়ার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের।’’
তিনি বলেন, বন্দর, অভ্যন্তরীণ জলপথের উন্নয়নের এবং বিভিন্ন ধরনের পরিবহণ পরিকাঠামো পশ্চিমবঙ্গ সরকার গড়ে তুলছে, তা রাজ্যকে দেশের লজিস্টিক হাবে পরিনত করবে।
মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ইতিমধ্যেই রাজ্যে লজিস্টিকসে বিনিয়োগ করেছে। পেপসিও রাজ্যে কৃষি-প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগ করেছে।
পশ্চিমবঙ্গ অবস্থানগত ভাবে ভারতীয় উপমহাদেশ এবং পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। এশিয়ার এই অঞ্চলগুলি আগামী ৩০ বছরে অর্থনৈতিকভাবে উন্নতি করবে।
এর পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্র রাজ্যের পরিকাঠামো খাতে আরও বিনিয়োগ করতে আগ্রহী বলে, গারসেটি নিশ্চিত করেছেন।