Uttar Pradesh: যোগিরাজ্য উত্তরপ্রদেশে গণধর্ষিত দলিত কিশোরী

October 12, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪২: লখনৌয়ের বন্থরা এলাকায় এক দলিত কিশোরীর নির্মম ধর্ষণের ঘটনায় উত্তপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র আবারও উন্মোচিত হয়েছে। শনিবার ঘটনাটি ঘটে, যখন একাদশ শ্রেণীর এই ১৭ বছর বয়সী শিক্ষার্থী তাঁর দিদির বাড়ি যাচ্ছিলেন। একটি মোটরসাইকেলে একজন পরিচিতের সঙ্গে যাত্রা করেছিলেন তিনি। একটি পেট্রোল পাম্পের কাছে আমের বাগানের পাশে তাঁরা যাত্রাবিরতি নিলে পাঁচ অজ্ঞাতপরিচয় যুবক তাঁদের কাছে আসে।

 

ঘটনার বিবরণ অনুযায়ী, কিশোরীর সঙ্গীকে তাঁরা নির্মমভাবে পিটিয়ে তাড়িয়ে দেয়। এরপর ওই পাঁচ জন মিলে কিশোরীটিকে গণধর্ষণ করে। তারা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। ধর্ষণের শিকার কিশোরী পরে ফোনে তার ভগ্নিপতির কাছে সব ঘটনা খুলে বলেন। ভগ্নিপতি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ একটি এফআইআর (FIR) দায়ের করে।

 

উত্তরপ্রদেশের কৃষ্ণনগরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বিকাশ কুমার পাণ্ডে জানান, অভিযুক্তদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছিল। এরই জেরে ঘণ্টাখানেকের মধ্যে দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। যদিও এই দ্রুত গ্রেপ্তার যোগী প্রশাসনের ভূমিকাকে সফলতা বলে চালাতে পারছে না বিজেপি, কারণ সেই রাজ্যে প্রতিদিনই নারীদের বিরুদ্ধে অপরাধের মাত্রা বাড়তে দেখছে জনতা।

 

উত্তপ্রদেশে বিজেপি সরকারের আমলে আইনশৃঙ্খলার যে চরম অবনতি ঘটেছে, এই মর্মান্তিক ঘটনা তারই আরেকটি কুৎসিত দৃষ্টান্ত। দলিত সম্প্রদায়ের একজন নাবালিকার সঙ্গে এই বর্বরোচিত আচরণে যোগী আদিত্যনাথ যে ‘কানুন রাজ্য’-র দাবি করেন, তা কতটা মিথ্যা, তা স্পষ্ট করে। উত্তরপ্রদেশ সরকার নারী নিরাপত্তার ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এমন পরিস্থিতিতে তাঁরা তাঁদের কন্যাদের নিরাপদে ঘর থেকে বের করতে কী ভাবে সাহস পাবেন?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen