এ বছরে টিকা আসা নিশ্চিত নয়: সারা গিলবার্ট

দ্রুত গতিতে টীকা তৈরির জন্য কোনও শর্টকাট পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে না।

July 22, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সম্ভাবনা অবশ্যই রয়েছে। তবে বছর শেষের আগেই যে বাজারে টিকা চলে আসবে, তা হলফ করে বলা যাবে না। মঙ্গলবার একথা বললেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের নেতৃত্বে থাকা ভাইরোলজিস্ট সারা গিলবার্ট। একদিন আগেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই সম্ভাব্য টিকার প্রথম পর্যায়ের ট্রায়ালের ফলাফল প্রকাশ হয়েছে ল্যান্সেট পত্রিকায়। সেই ফলাফল খুবই আশাপ্রদ। এদিন এক রেডিও সাক্ষাৎকারে গিলবার্ট বলেন, আমাদের লক্ষ্য হল, বছর শেষের মধ্যেই টিকা বাজারে আনা। সেটা সম্ভব। কিন্তু পুরোপুরি হলফ করে তা বলা যাবে না। কারণ সেটার জন্য আমাদের তিনটি জিনিস প্রয়োজন। কিন্তু সেগুলি কী? গিলবার্ট বলেন, শেষ পর্যায়ের ট্রায়ালেও টিকা কাজ করছে, সেবিষয়ে নিশ্চিত হতে হবে।

প্রচুর পরিমাণে টিকার ডোজ উৎপাদন করতে হবে। তার সঙ্গেই জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের জন্য নিয়ন্ত্রক সংস্থাগুলির কাছ থেকে লাইসেন্স পেতে হবে। এই তিনটি বিষয় একযোগে নিশ্চিত হলে তবেই প্রচুর মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। ব্রিটেনের মুখ্য মেডিক্যাল অফিসার ক্রিশ উইটিও বলেছেন, বড়দিনের আগে এই টীকা বাজারে আসার সম্ভাবনা কম। তড়িঘড়ি বাজারে নিয়ে আসার প্রয়াসে এই টীকার গুণগত মানে কোনও নেতিবাচক প্রভাব পড়েবে না বলে এদিন জানিয়েছেন অক্সফোর্ড রিসার্চ গ্রুপের সদস্য অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড। তিনি স্পষ্ট বলেছেন, দ্রুত গতিতে টীকা তৈরির জন্য কোনও শর্টকাট পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen