Vaishno Devi Landslide : বৈষ্ণোদেবী যাত্রায় প্রাণহানি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ভূমিধসের আশঙ্কায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ডোডার গুরুত্বপূর্ণ সড়কগুলি ভেঙে গেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৩: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বৈষ্ণোদেবী যাত্রাপথে ভয়াবহ ভূমিধসে (Vaishno Devi Landslide) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকে আছেন বলে আশঙ্কা। চলছে উদ্ধারকাজ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরে (শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে ভূমিধসজনিত) প্রাকৃতিক বিপর্যয় আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমি সংহতি প্রকাশ করছি। এই ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। মা বৈষ্ণোদেবী যেন তাঁদের দ্রুত সুস্থ করে তোলেন। যাঁরা বিপর্যস্ত ও আটকে পড়েছেন, তাঁদের জন্যও আমার প্রার্থনা রইল।’
’
মঙ্গলবার দুপুরে অর্ধকুয়ারির কাছে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের অদূরে আচমকাই ধস (Landslide) নামে। পাহাড়ি ঢাল থেকে নেমে আসে পাথর আর বোল্ডার। হুড়োহুড়ির মধ্যে চাপা পড়ে যান বহু তীর্থযাত্রী। প্রথমে ৯ জনের মৃত্যুর খবর মিললেও বুধবার সকালে তা বেড়ে দাঁড়ায় ৩১-এ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনার পর বৈষ্ণোদেবী তীর্থ কর্তৃপক্ষ জানায়, আপাতত যাত্রা স্থগিত রাখা হয়েছে।
একইসঙ্গে প্রবল বর্ষণে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের একাধিক জেলা। কাঠুয়া, ডোডা, সাম্বা, রামবান, কিস্তওয়ার এবং জম্মু জেলায় ইতিমধ্যেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছিল। মঙ্গলবার ডোডায় মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বান নামে। প্রাণ হারিয়েছেন অন্তত চার জন, বহু মানুষ এখনও নিখোঁজ। তাউই নদীর (Tawi River) জল বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে।
পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ভূমিধসের আশঙ্কায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ডোডার গুরুত্বপূর্ণ সড়কগুলি ভেঙে গেছে। রাতভর বৃষ্টি চলতে থাকলে বিপর্যয় আরও ভয়ংকর আকার নিতে পারে বলে প্রশাসনের আশঙ্কা। সাধারণ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে এবং ধসপ্রবণ অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।