একটানা বন্দেভারত এক্সপ্রেস বিভ্রাটে যাত্রীসুরক্ষা ইস্যুতে বিরোধীদের নিশানায় মোদী

জোড়া ফুল শিবিরের প্রশ্ন, টানা তিনদিন বিভ্রাটে মুখে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস, আত্মনির্ভরতার নামে কেন ভারতবাসী জীবন নিয়ে খেলছে মোদী সরকার?

October 9, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

আবার বিপত্তি বাঁধাল মোদীর বন্দে ভারত এক্সপ্রেসে। এই নিয়ে পরপর তিনদিন থমকে গেল বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। শনিবার ৮ অক্টোবর ট্রেনের চাকায় ট্র্যাকশনের গন্ডগোলের কারণে দাঁড়িয়ে যায় ট্রেন। পরে যাত্রীদের শতাব্দী এক্সপ্রেসে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এক নাগাড়ে পরপর তিনদিন ট্রেন বিভ্রাট ঘটায় মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল। জোড়া ফুল শিবিরের প্রশ্ন, টানা তিনদিন বিভ্রাটে মুখে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস, আত্মনির্ভরতার নামে কেন ভারতবাসী জীবন নিয়ে খেলছে মোদী সরকার?

শুরু হতে না হতেই মুখ থুবড়ে পড়েছে মোদীর স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। তিন-তিনবার দুর্ঘটনার কবলে পড়ল ট্রেনটি। দিল্লি থেকে বারাণসী যাওয়ার পথে Varanasi Vande Bharat rake (Train no. 22436) ৮ অক্টোবর ডানকুর ও ওয়্যার স্টেশনের মাঝে বন্দে ভারত এক্সপ্রেসের সি৮ কোচের ট্র্যাকশন মোটরে সমস্যা দেখা যায়। বিষয়টি রেল কর্মীদের নজরে আসার পরেই অপারেশন কন্ট্রোল বিভাগে খবর যায়। টেকনিক্যাল বিভাগের কর্মীরা বিষয়টি দেখেন। তারপরেই গতি কমিয়ে কোনমতে ২০ কিলোমিটার দূরের খুরজা স্টেশনে পৌঁছয় বন্দে ভারত এক্সপ্রেস। সেখানেই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের নামিয়ে শতাব্দী এক্সপ্রেসে চড়িয়ে গন্তব্যে পাঠানো হয়।

অন্যদিকে, মেরামতির বন্দে ভারত এক্সপ্রেসকে ডিপোয় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যান্ত্রিক গোলযোগের কারণ খুঁজছে উত্তর-মধ্য রেলওয়ে। মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব তৃণমূল। দলের টুইটার হ্যান্ডেলে তারা লিখছে, “নতুন ট্রেন উদ্বোধন করলেই দেশের দৈন দশা ঘুচবে না। আত্মনির্ভরতার নামে চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস পরপর তিনদিন বিপদের মুখে পড়ল। প্রধানমন্ত্রী কেন দেশবাসীর জীবনকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন?”

প্রসঙ্গত, বৃহস্পতিবার বন্দে ভারত এক্সপ্রেসে ধাক্কা মেরেছিল মোষ। শুক্রবার একটি গরু বন্দে ভারত এক্সপ্রেসে ধাক্কা মারে। আর গতকাল, অর্থাৎ শনিবার বন্দে ভারত এক্সপ্রেসের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen