আটদিনের লড়াই জিতে বাড়ি ফিরলেন প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া
November 16, 2025
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০৬: আটদিনের লড়াই জিতে অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়া (Prem Chopra)। জানা যাচ্ছে, তিনি এখন সুস্থ রয়েছেন। খলচরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত প্রেম চোপড়া। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে শেষবার দেখা গিয়েছে প্রেম চোপড়াকে।
সম্প্রতি ৯০ বছরে পা রেখেছেন প্রেম। বেশ অসুস্থ ছিলেন অভিনেতা। ৮ নভেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শ্বাসকষ্ট শুরু হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দেখা যায়, তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। শনিবার হাসপাতাল থেকে ছুটি পান। বাড়ি ফিরে এসেছেন অভিনেতা।