অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ সন্ধ্যা রায়

আপাতত তিনি চিকিৎসকরদের কড়া পর্যবেক্ষণে আছেন। এখন অভিনেত্রীর বয়স ৭৯ বছর।

June 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়কে। সংবাদমাধ্যম সূত্রের খবর আচমকাই বুকে অস্বস্তি বোধ করায় তাকে শহরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর, কথা বলার মতো অবস্থায় নেই সন্ধ্যা দেবী। আপাতত তিনি চিকিৎসকরদের কড়া পর্যবেক্ষণে আছেন। এখন অভিনেত্রীর বয়স ৭৯ বছর।

জানা যাচ্ছে, সন্ধ্যা রায়ের অসুস্থতার খবর পেয়েই তাঁর সহকারী অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, আপাতত কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে অভিনেত্রীকে।

অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা রায়, তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ সিনেমায় অভিনয় করার জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এছাড়াও BFJA এবং কালাকার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছি সন্ধ্যা রায় ভোটে জিতে মেদিনীপুরের সাংসদ হন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen