প্রয়াত প্রাক্তন রাজ্যের মন্ত্রী নারায়ণ বিশ্বাস
মঙ্গলবার মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর প্রয়াণ হয়েছে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআই (এম) নেতা নারায়ণ বিশ্বাস। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মঙ্গলবার মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর প্রয়াণ হয়েছে।
দীর্ঘদিন ধরেই তিনি লিভারের অসুখে ভুগছিলেন। তিনি সিপিআই (এম)-এর দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক পদে ছিলেন। ১৯৯৩-১৯৯৮ পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার সভাধিপতি ছিলেন তিনি। বিধায়ক হওয়ার পর ২০০১-২০১১ বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তার অঙ্গদান করা হবে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি এসএসকেএম হাসপাতালেও তার চক্ষু দান করা হয়েছে।