গুরুতর অসুস্থ তরুণ মজুমদার, ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে

জানা গিয়েছে, প্রায় ২২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন ৯২ বছর বয়সী এই পরিচালক। সঙ্গে তাঁর ফুসফুসেও সমস্যা রয়েছে। রয়েছে মধুমেহও।

June 21, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

গুরুতর অসুস্থ প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান এই পরিচালককে। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাখা হয়েছে আইসিইউ’তে। ইতিমধ্যেই তাঁর কোভিড টেস্ট করা হয়েছে।

জানা গিয়েছে, প্রায় ২২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন ৯২ বছর বয়সী এই পরিচালক। সঙ্গে তাঁর ফুসফুসেও সমস্যা রয়েছে। রয়েছে মধুমেহও। চেস্ট মেডিসিনের চিকিৎসক সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমি্ত্র ঘোষের নেতৃত্বে পাঁচজন চিকিৎসকের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen