এখনও সঙ্কটজনক তরুণ মজুমদার, রয়েছেন আইসিইউতে

আইসিইউতেই রয়েছেন তিনি। সাড়াও দিচ্ছেন। অল্প কথাও বলছেন। যদিও চিকিৎসকরা এখনও তাঁকে পুরোপুরি বিপন্মুক্ত বলতে পারছেন না। 

June 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গুরুতর অসুস্থ প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান এই পরিচালককে। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাখা হয়েছে আইসিইউ’তে। ইতিমধ্যেই তাঁর কোভিড টেস্ট করা হয়েছে।

৬ দিন হল হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। যকৃতজনিত সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয় শহরের এক সরকারি হাসপাতালে। বয়স বেড়েছে, ফলে এখনও পুরোপুরি বিপদ কাটেনি। অবস্থা বেশ সঙ্কটজনক। আইসিইউতেই রয়েছেন তিনি। সাড়াও দিচ্ছেন। অল্প কথাও বলছেন। যদিও চিকিৎসকরা এখনও তাঁকে পুরোপুরি বিপন্মুক্ত বলতে পারছেন না। 

জানা গিয়েছে, প্রায় ২২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন ৯২ বছর বয়সী এই পরিচালক। সঙ্গে তাঁর ফুসফুসেও সমস্যা রয়েছে। রয়েছে মধুমেহও। চেস্ট মেডিসিনের চিকিৎসক সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমি্ত্র ঘোষের নেতৃত্বে পাঁচজন চিকিৎসকের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen