গুজরাতের ভিডিওকে কলকাতার ঘটনা বলে শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়
Authored By:
বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরছে যেখানে দাবি করা হচ্ছে যে কলকাতার মেটিয়াব্রুজ এলাকায় নামাজ পড়ার সময় লকডাউন করতে গেলে পুলিশের ওপর চড়াও হন স্থানীয় মানুষ।
ভিডিওটি খুঁটিয়ে দেখলে, গুজরাতি ভাষায় দোকানের সাইনবোর্ড চোখে পড়ে। আমদাবাদে ১৯ ডিসেম্বর ২০১৯ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময়, বিক্ষোভকারীরা মারমুখী হয়ে কয়েকজন পুলিশকে ঘিরে ধরে ও পাথর ছোঁড়ে। সেই ভিডিওটিকে কলকাতার বলে চালানো হচ্ছে।

শুধু তাই নয়, কেউ কেউ আবার মেটিয়াব্রুজের বদলে বলছেন ঘটনাটি পার্ক সার্কার্সের। কেউ বলছেন রাজাবাজার। মুসলমান অধ্যুষিত জায়গার নাম করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে মার্চ মাসে এই ভিডিওটিকে দিল্লির ঘটনা বলে ভুয়ো দাবি করা হয়েছিল।
দেশজুড়ে যখন এক সঙ্কটের পরিস্থিতি তখন সাধারণ মানুষের উচিত ভুয়ো খবর না ছড়ানো। ফেক নিউজ ছড়ালে পুলিশও ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।