ফের ভোগান্তি! রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জানুন বিকল্প রুট
নিউজ ডেস্ক, ১৫:৪৫: রবিবার বাইরে বেরোনোর পরিকল্পনা আছে? তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত জরুরি। মেরামতির কাজের জন্য আগামী রবিবার ফের বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত- টানা ১৬ ঘণ্টা এই সেতুর ওপর দিয়ে সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে। এর ফলে সপ্তাহের ছুটির দিনেও যাত্রীদের ব্যাপক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
*বিকল্প কোন পথে চলবে গাড়ি?*
সেতু বন্ধ থাকার কারণে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে কলকাতা ট্রাফিক পুলিশ বেশ কিছু বিকল্প রুটের ব্যবস্থা করেছে। ট্রাফিক নির্দেশিকা অনুযায়ী:
* *জিরাট আইল্যান্ড থেকে আসা গাড়ি:* এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ ভায়া গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অথবা গাড়িগুলি ডানদিক দিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে কেপি রোড ধরতে পারবে।
* *জওহরলাল নেহরু আইল্যান্ড থেকে আসা গাড়ি:* কেপি রোড ধরে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট ধরে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে।
* *খিদিরপুর থেকে আসা গাড়ি:* সিজিআর রোড ধরে আসা পূর্বগামী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিক হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে হবে।
* *কেপি রোড থেকে আসা গাড়ি:* বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে ওয়াই পয়েন্টের সামনে ঘোড়া পাস হয়ে রেড রোড ধরে হাওড়া ব্রিজে পৌঁছতে হবে।
*কেন বন্ধ রাখা হচ্ছে সেতু?*
হাওড়া, সাঁতরাগাছি এবং রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নের সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই বিদ্যাসাগর সেতু। প্রায় ৮২৩ মিটার দীর্ঘ ভারতের এই দীর্ঘতম কেবল সেতুটির বয়স ২৭ বছর অতিক্রান্ত। বিশেষজ্ঞদের মতে, সেতু তৈরির পর ২৫ বছর কেটে গেলে তার ‘স্টে কেবল’, ‘হোল্ডিং ডাউন কেবল’, ‘ডেক স্ল্যাব’ এবং ‘এক্সপ্যানশন জয়েন্ট’- ইত্যাদির আয়ু ফুরিয়ে আসে এবং তা বদলানোর প্রয়োজন হয়।
এইচআরবিসি (HRBC) সূত্রে খবর, বিদ্যাসাগর সেতুতে মোট ১৫০টি স্টে কেবল রয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষজ্ঞদের পরামর্শ মতো এখন সেই কেবল এবং অন্যান্য যন্ত্রাংশ বদল ও সংস্কারের কাজ চলছে। সেই কারণেই গত কয়েক সপ্তাহ ধরে রবিবার করে সেতু বন্ধ রেখে কাজ চালানো হচ্ছে।
Traffic Notification in connection with the full closure of Vidyasagar Setu from 05.00 a.m. to 09.00 p.m. on 25/01/2026 (Sunday) pic.twitter.com/XXTSeXP61G
— Kolkata Traffic Police (@KPTrafficDept) January 22, 2026